শহিদুল ইসলাম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি পোশাক কারখানার পাঁচ তলার ছাদ থেকে পড়ে জালাল উদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ি এলাকার একতা নিট ফেব্রিক্স নামে কারখানার ছাদ থেকে পড়ে গুরুতর হন তিনি। পরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জালাল রাজশাহীর বাঘা থানার গৌরাঙ্গপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গাচালা এলাকায় ভাড়া বাড়িতে থেকে পোশাক কারখানায় কাজ করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জালাল উদ্দিন কোনাবাড়ি বিসিকের একতা নিট ফেব্রিক্স গার্মেন্টসের পাঁচ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক কারখানা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.