পলাশবাড়ী প্রতিনিধি,মোঃরাসেল,মাহামুদ
আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী -সাদুল্লাপুর) আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন কমিশন । আজ ১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আসনটির প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে এসকল প্রতিক বরাদ্দ প্রদান করেন । এসময় নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ ও প্রতিদ্বন্দি প্রার্থীরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩১ গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে ১।আওয়ামীলীগের এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), ২। জতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী ( লাঙ্গল), ৩। জাসদের প্রার্থী এস,এম,খাদেমুল ইসলাম খুদি (মশাল),৪। বিএনএম এর প্রার্থী মোঃ মনজুরুল হক ( নোঙ্গর),৫। কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মোঃ মোস্তফা মনিরুজ্জামান (গামছা),৬। কল্যান পার্টির প্রার্থী মোঃ মাহমুদুল হক ( হাত ঘড়ি),৭। এনপিপির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (আম)।
এছাড়াও আসনটির স্বতন্ত্র প্রার্থীরা পেলেন ৮। মোঃ আজিজার রহমান বিএসি( ঢেঁকি),৯। মো সাহারিয়া খান বিপ্লব (ট্রাক),১০। বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার ( ঈগল) প্রতিক।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.