সাগর আহম্মেদ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার কামাল হোসেন এর দিক নির্দেশনায় সদরথানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে এস আই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স সোমবার(৯ অক্টোবর) সকাল ১১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক বহনকারী একটি অটো বাইক সুন্দরগঞ্জ থেকে বগুড়ার দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এস আই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গাইবান্ধা সদর থানাধীন ০৮নং বোয়ালী ইউনিয়নের নশরতপুর (ইন্দ্রারপাড়) গ্রামস্থ জনৈক সালাম মুন্সির বাড়ীর পূর্ব পার্শ্বে গাইবান্ধা হতে বোনারপাড়াগামী পাকা রাস্তার উপর দুপুর ১২.৩০ ঘটিকায় প্রাপ্ত তথ্যমতে আগত অটো বাইকটি থামানোর চেস্টাকালে গাড়ীটি না থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে এস আই আব্দুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যের সহায়তায় উক্ত অটো বাইকটি আটক করেন এবং আসামী ১. মোঃ নয়ন(৪৫) পিতা-মোঃ নুরুজ্জামান, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম। ২. মোঃ হাফিজুর রহমান(৩৮) পিতা-মৃত আব্দুল কাদের থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা। ৩. মোঃ জাহিদুল ইসলাম(৩৬) পিতা-মৃত মকবুল হোসেন থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম গন পালানোর চেষ্টাকালে তাদেরকেও আটক করেন। পরে আটককৃত আসামীদের দেহ ও উক্ত অটো বাইকটি তল্লাশীকালে চালকের সিটের নিচে রক্ষিত সাদা পলিথিন এবং খাকী রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ০২ (দুই) পোটলায় ১৯ কেজি গাঁজা জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর থানায় সংবাদ সন্মেলনের মাধ্যমে এই তথ্য জানান গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ- সার্কেল)ধ্রুব জ্যােতিময় গোপ বিপিএম,সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা,পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.