গাইবান্ধায় দুদকের অভিযানে পাসপোর্ট অফিসের তিন দালাল গ্রেফতার।
সাগর আহম্মেদ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর একটি টিম। ২৫ ফেব্রুয়ারী রবিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত দালাল চক্রের ৩ সদস্যদের প্রত্যেকের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে এক নারীর কাছ থেকে নেওয়া সাড়ে ৯ হাজার টাকা জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বাসিন্দা রুবেল, কাঞ্চন ও সোহেল।
দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, উপযুক্ত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। আজিরন বেগম নামে এক নারীর কাছ থেকে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাড়ে ৯ হাজার টাকা নেন দালালরা। এসময় নগদ টাকাসহ তিন অভিযুক্ত দালালকে গ্রেফতার করে জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান।