গাঁদা ফুলে সজ্জিত মাভাবিপ্রবি
মো: রাসেল চৌধুরী
মাভাবিপ্রবি প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে- পিছনে, মাল্টিপারপাস ভবনের চারিদিকে, লাইব্রেরী ভবনের পাশে রাস্তার ধারে, একাডেমিক ভবনগুলোর সামনে, পুকুরপাড় দিয়ে গাঁদা ফুলে ভরে গেছে গোটা ক্যাম্পাস। সারিবদ্ধ গাঁদা ফুল দেখতে টাঙ্গাইল শহর থেকে অনেকেই ক্যাম্পাস দেখতে আসেন, শিক্ষার্থীরাও ছবি তোলেন ফুলের সাথে।
গাছ ঠাঁসা ফোঁটা এসব ফুলের মিষ্টি সুবাসে পাখি আর প্রজাপতিদের দেখাও মিলছে বেশ। যা দেখে মুগ্ধ সবাই। রাজ্যের সব গাঁদা ফুল যেন এখানেই জড়ো হয়েছে! যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারোহ। ভ্রমরের পাশাপাশি ফুলের গন্ধে মাতোয়ারা ক্যাম্পাসে আগতরা।
সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের ইট-পাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে রঙ-বেরঙের বাহারি ফুল। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই। ফুলের সৌন্দর্য ব্যঞ্জনায় যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে মাভাবিপ্রবি। গাঁদা ফুলের পাশাপাশি রঙ্গন, জবা, সূর্যমূখী, চেরিফুল, কৃষ্ণচূড়াসহ নানা জাতের ফুলের দেখাও মিলবে মাভাবিপ্রবিতে। ফুলের ওপর নাচছে মৌমাছি। সব মিলিয়ে প্রায় ১০-১২ ধরনের ফুল ফুটেছে এই ক্যাম্পাসে। ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস যেনো শিল্পীর তুলিতে আঁকা নয়ন জুড়ানো সৌন্দর্য মুগ্ধ কোনো ছবি। আর ফুলে সুশোভিত ক্যাম্পাস দেখতে আসেন অনেকেই।
শহর থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা অদিতি আরিয়ান প্রান্তি নামের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসটি ফুলে ফুলে সেজেছে। যা দেখতে অনেক ভাল লাগছে, ফুলের সৌন্দর্যে মোড়ানো ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়েছি।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র প্রান্ত রায় বলেন, ফুলে ফুলে ভরে গেছে প্রিয় ক্যম্পাস। গাছ ঠাঁসা ফোটা এসব ফুলের মিষ্টি সুবাসে পাগল পারা মৌমাছি আর প্রজাপতিরা। যা দেখে আমরা মুগ্ধ সবাই। প্রকৃতিকে যেমন আসে সজিবতা বা পরিবর্তন, ঠিক তেমনটি নানা রকমের ফুলে আমাদের ক্যাম্পাস ভরে উঠেছে।
রসায়ন বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম বলেন, ক্যাম্পাসের নানা রঙের ফুলের আবির আর মৌ মৌ গন্ধে কেড়ে নিচ্ছে বিষাদ। অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসা বহিঃপ্রকাশের বড় মাধ্যম ফুল। ক্যাম্পাসে মাস্টারপ্লান করে ছোট ফুল গাছের পাশাপাশি বড় ফুল গাছ লাগানো যেতে পারে।
আজ সকালে ফুল বাগানের পরিচর্যাকারী (মালি) মো. বিশার সাথে কথা হলে তিনি বলেন, ফুল চাষের আগে যেসব প্রস্তুতি নেওয়া দরকার তার সবই করা হয়েছিলো। যে কারণে ফুলে ফুলে ভরে গেছে ক্যাম্পাস। এবার বেশি ফুটেছে গাঁদাফুল। ক্যাম্পাসের ভেতরে যে ফুলের সমারোহ এটা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাইরে যারা রয়েছেন তারাও এই সৌন্দর্য দেখতে আসেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.