হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট।।
নগরীর দৌলতপুর আঞ্জুমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ গজ উত্তরে স্কুল গলির রাস্তার পাশে জাবেদ মামার চটপটির স্টল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক পোনে ১০ টার দিকে জেসমিন বেগম (৪৫) নামের ০১ নারী মাদক ব্যবসায়ী কে ১৭ বোতল ফেন্সিডিল সহ দৌলতপুর থানা পুলিশ আটক করে। জানা যায় আটককৃত জেসমিন বেগম দৌলতপুর আঞ্জুমান রোড়ের কামালের বাড়ির ভাড়াটিয়া জাবেদ মোল্লার স্ত্রী। আটককৃত জেসমিনের নামে দৌলতপুর থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(খ)ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে যার মামলা নং - ১৩।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর আঞ্জুমান সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০ গজ উত্তরে স্কুল গলির রাস্তায় একজন মহিলা মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর জোনের এসি মোঃ আজম খান এর নেতৃত্বে এস আই মোঃ রবিউল ইসলাম ও অন্যান্য সংঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে দৌলতপুর আঞ্জুমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে কামালের বাড়ির ভাড়াটিয়া জাবেদ মোল্লার স্ত্রী জেসমিন বেগম (৪৫) এর হেফাজতে থাকা চটপটির স্টলের নিচে হইতে একটি প্লাস্টিকের বাজার করার ব্যাগে রক্ষিত ১৭ (সতেরো) বোতল ফেনসিডিল উদ্ধার করে আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.