খুলনার সবজির বাজারে স্বস্তি, আলু-পেঁয়াজে অস্তিরতা

হারুন শেখ স্টাপ রিপোর্টার বাগেরহাট জেলা।

খুলনার সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে সবজির বাজারে স্বস্তি ফিরলেও অস্তিরতা বেড়েছে আলু ও পেঁয়াজের দামে। সপ্তাহ ব্যবধানে এই দুই পণ্যের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স ও বরবটি বিক্রি। প্রতি পিস ফুলকপি-পাতাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ২ সপ্তাহের ব্যবধানে অন্যান্য সজির দামও কমেছে কেজিতে অন্তত ২০ টাকা। সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারগুলোতে ফের বেড়েছে আলুর দাম। গত সপ্তাহে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ৬০ টাকায় আর গতকাল বৃহস্পতিবার খুলনার বাজারগুলোতে তা ৬৫ থেকে ৬৬ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। পাড়া-মহল্লার দোকানগুলোতে ৬৮ থেকে ৭০ টাকায়ও বিক্রি হয়েছে আলু। সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দামও। এক সপ্তাহ আগে কোনো কোনো বাজারে ১১০ টাকায় নেমে আসা পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে। অবশ্য আমদানি করা ভারতীয় নাসিক পেঁয়াজ ১১০ টাকায়ই বিক্রি হয়েছে গতকাল। সবজির মধ্যে একমাত্র পেঁপের দাম কিছুটা কমেছে। তবে অন্যসব সবজি আগের সপ্তাহের দামেই বিক্রি হতে দেখা গেছে। অবশ্য বাজার ভেদে অনেক সবজির ক্ষেত্রে দামের তফাত দেখা গেছে ১০ থেকে ২০ টাকা করে। আলুর দামের বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গতকাল সরেজমিন খুলনার বিভিন্ন বাজারে দেখা যায়, ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু। ওই বাজার থেকে ৬৫ টাকা দরে পাঁচ কেজি আলু কেনা গোলাম কিবরিয়া বলেন, দুদিনেই কেজিতে ৫ টাকা বেড়ে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি করতে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয় রাজধানীতে সাতটি টিম অভিযান পরিচালনা করেছে। তাদের মধ্যে ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার আগারগাঁওয়ের তালতলা বাজার পরিদর্শন করেন। তিনি বলেন, পেঁয়াজের দামটা একটু বেশি পেয়েছি। অন্যান্য সবজির দাম গত সপ্তাহের মতোই। কোনোটার দাম বাড়েনি। বাজারগুলোতে আলুর দাম কেজিতে ৫ টাকা কেন বেড়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি যে বাজারে গিয়েছি সেখানে ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি। আর বাজারভেদে অনেক সময় দামে পার্থক্য থাকে। আশা করি শীতের সবজি পুরোপুরিভাবে বাজারে আসা শুরু হলে সবজির দাম আরও কমে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *