কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে এবার রুয়েট শিক্ষার্থীরা

০৮-০৭-২০২৪

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হতে দেখা যায় তাদের। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের তালাইমারি এলাকা হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করেন তারা।

এসময় ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’, ‘জেগেছে রে জেগেছে রুয়েটবাসী জেগেছে’, ‘সংবিধান পরিপন্থি কোটা ব্যবস্থা নিপাত যাক’, ‘স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘হয় যদি কোটার চাষ পড়বো কেন বারো মাস’, ‘আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খরব দে কোটা প্রথার কবর দে’- এমন সব স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন বলেন, আমরা মূলত কোটা সংস্কারের দাবিতে এখানে এসেছি। বিভিন্ন রকম কোটার কারণে আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার প্রভাব বেশি। আমরা কোটা বাতিল চাই না, কিন্তু এটা সংস্কার করা হোক। ১০ শতাংশ মুক্তিযোদ্ধা আর বাকি ১০ শতাংশ অন্যান্য কোটা থাকলে ভালো হয়। যাদের আসলেই প্রয়োজন শুধুমাত্র তাদেরই কোটার আওতায় আনা উচিত। প্রতিবন্ধী বা উপজাতিদের কোটা দেওয়া যায়।

টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ বিন ইউসুফ জানান, ১৯৭২ সালে যখন আমাদের সংবিধানে কোটা আনা হলো এটা ছিল অস্থায়ী। যেখানে সংবিধানের ২৮(৪) নং বলা হয়েছে যারা পিছিয়ে পরা জনগোষ্ঠী, শুধু তাদের জন্য এ কোটা বরাদ্দ থাকবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাবিল ফাহমিদ বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেকে আসেননি। যার কারণে আমরা আন্দোলনটা শুরু করতে পারিনি। সবাইকে এক করতে আমাদের দেরি হয়ে গেলো আন্দোলন শুরু করতে। আন্দোলন আপাতত একদিনের জন্য ছিল। এরপর আমরা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া দেখবো। যদি তাদের আগ্রহ থাকে তাহলে পরবর্তীতে আমরা আবার আন্দোলনে নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *