ইস্রাফিল খান গোপালগঞ্জ (জেলা)প্রতিনিধি
গোপালগঞ্জের সিভিল সার্জন মোঃ জিল্লুর আহম্মদ এর নেতৃত্বে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তপাদার ও রন্টি পোদ্দারকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের শ্রেনী পরিবর্তন, কাগজ পত্র, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মূল্য তালিকা, চিকিৎসকদের তালিকা, ল্যাব টেকনিশিয়ান, রেডিও গ্রাফার সহ বিভিন্ন অনিয়মের কারনে, মেডিকেল প্রাকটিস ও বে-সরকারী ক্লিনিক এবং ল্যাবরেটরী নিয়ন্ত্রন অধ্যাদেশ- ১৯৮২ আইনে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন, সমাধান ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, ডিজিটাল মেডিল্যাব ২ হাজার, নিরাময় ডায়াগনস্টিক সেন্টার ২৫ হাজার, নিউ কোটালীপাড়া ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, রতন ডায়াগনস্টিক সেন্টার ৩০ হাজার, মা ডায়াগনস্টিক সেন্টার ২০ হাজার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, রংধনু ডায়াগনস্টিক সেন্টার ৪০ হাজার, আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার এবং লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অভিযানের বিষয় টের পেয়ে বন্ধু ক্লিনিক, পপুলার ও যমুনা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে সঠকে পড়ে। এ ছাড়াও মুনা জেনারেল হাসপাতাল কে সতর্ক করে ইভা মেডিকেয়ার হাসপাতাল কে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। পরে সাংবাদিকদের ব্রিফিং কালে সিভিল সার্জন বলেন- সেবা গ্রহনের বিষয়ে জন সাধারনকে সচেতন হতে হবে, সব সময় সরকারী হাসপাতাল থেকে সব ধরনের সেবা গ্রহন করার আহবান জানিয়ে তিনি বলেন- এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইব্রাহিম মোল্যা, র্যা ব-০৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ফ্লাইট ল্যাফটিন্যান্ট মোঃ রাসেল ও সঙ্গীয় ফোর্স, সেনেটারী ইন্সপেক্টর সেলিম মীর, বেঞ্চ সহকারী- আজাদুর রহমান, এস এম লিয়াকত হোসেন, অফিস সহায়ক- বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.