কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ইস্রাফিল খান, কোটালীপাড়া গোপালগঞ্জ(জেলা) প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‌্যালী,আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।

এসময়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মৎস্য আফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরাসহ মৎস চাষিগণ উপস্থিত ছিলেন।

সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং সভা শেষে মৎস্য চাষীদের মাঝে মৎস্য বিভাগের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ অবজারভার সংবাদদাতাকে বলেন, ”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা , মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, নিরাপদ প্রাণীজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *