ইস্রাফিল খান ( গোপালগঞ্জ জেলা)প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের বড় দক্ষিণ পাড়া গ্রামের নিবাসী স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম শেখ শুক্রবার বিকাল (৩.১০) ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালিমার সহিত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময়ে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর।
মরহুমের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে কোটালীপাড়ার বিভিন্ন মহলে।
১৯৪৭ সালের ১৪ ই আগস্ট মা-বাবার মুখ আলোকিত করে জন্ম নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শেখ।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। হেমায়েত বাহিনীর অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধে রেখেছেন অনবদ্য ভূমিকা।
মরহুম আবুল কালাম শেখের জানাযা শনিবার সকাল ৯ ঘটিকায় বড় দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাযার নামাজের আগে মরহুমকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করা হয়। মরহুমের জানাজায় উপস্থিত হয়েছিলেন কোটালীপাড়া উপজেলা এসিলেন্ট মহোদয়, গার্ড অফ অনার প্রদানের জন্য কোটালীপাড়া থানার একদল চৌকস সশস্ত্র পুলিশ , জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমের সহযোদ্ধা বীর
মুক্তিযোদ্ধা জনাব কালাম দাঁড়িয়া এবং মরহুমের চাচাতো ভাই আব্দুল আউয়াল শেখ মরহুমের স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সবাই তাঁকে একজন ভালো মানুষ হিসেবে পরকালীন শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন।
মরহুমের জানাযার নামাজের সময় মরহুমের ছেলে সোহেল শেখ সবার কাছে তার বাবার জন্য ক্ষমাপ্রার্থনা ও তার বাবা যেন জান্নাত লাভ করেন সেই দোয়া প্রার্থনা করেন।
পরে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন শেষে দোয়া করা হয়।