কোটালীপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহ ধরে উপজেলার প্রতিটি উপজেলার দূর্গা মন্দিরের নিরাপত্তায় পোশাকে পুলিশের উপস্থিতি ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা হয়েছে পাশাপাশি স্টান্ডবাই টিম, মোবাইল টিমসহ বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। চলতি বছরে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩২২টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার ভাঙ্গারহাট বাজার সার্বজনীন দূর্গা মন্দির, লখন্ডা ওজা ভবন দূর্গা মন্দির, রামশীল বাজার সার্বজনীন দূর্গা মন্দির, ত্রিমূখি বাজার সার্বজনীন দূর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও শাহীনুর আক্তার ডেইলি অবজারভার সংবাদদাতাকে জানান, পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা, সিসি ক্যামেরা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের সার্বক্ষণিক আলোকসজ্জা করার পরামর্শ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি মন্দিরে পরিদর্শনসহ মন্দিরের সার্বক্ষণিক খোঁজ খবরসহ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে মতবিনিময় অব্যাহত রয়েছে। শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করণে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, সি.এ (উপ-প্রশাসনিক কর্মকর্তা) রুমান শিকদার, ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকনসহ অনান্য চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সদস্য, আনসার ও স্বেচ্ছাসেবক, সাংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *