কোটালীপাড়ায় নানীর বিরুদ্ধে নাতনিকে হত্যার অভিযোগ উঠেছে

ইস্রাফিল খান(গোপালগঞ্জ জেলা)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানীর বিরুদ্ধে আফিফা খানম (৭)নামের প্রথম শ্রেণীর ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শনিবার সকালে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফিফা খানম কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুর পালা গ্রামের আসলাম শিকদারের মেয়ে ও ২৭ নং বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
আফিফা খানম বান্ধাবাড়ি গ্রামে তার নানী লাকি বেগমের কাছে থেকে লেখাপড়া করতো বলে জানিয়েছেন তার পিতা আসসালাম সিকদার।
তিনি বলেন ১০বছর আগে বান্ধাবাড়ি গ্রামের মৃত আক্তার খানের মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর প্রায়ই তার স্ত্রী বাবার বাড়ি গিয়ে থাকতো।এরই মধ্যে আমার একটি কন্যা সন্তান হয়। আমার কন্যা সন্তান টির বয়স যখন ৫বছর তখন আমার স্ত্রী খাদিজা বেগম বিভিন্ন জনের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে। গত ২ বছর আগে আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে অন্যত্রে চলে যায়। আমি প্রতিনিয়ত আমার কন্যা সন্তানের খোঁজখবর নিতাম এবং তার খরচ দিতাম।
আসলাম শিকদারের বড় ভাই লিটন শিকদার বলেন, আমরা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি আফিফা খানম মারা গেছে। সেখানে যাওয়ার পরে আসলামের শাশুড়ি লাকি বেগম আমাদেরকে বলেন যে,গত রাতে আফিফাকে ভুতে মেরে ফেলেছে। আমাদের ধারণা আফিফাকে তার নানী গলাটিপে হত্যা করেছে। আফিফার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত লাকি বেগম বলেন, গতরাতে আফিফা বাথরুমে গিয়ে চিৎকার দেয়।আমি দরজা খুলে আফিফা কে ঘরে নিয়ে আসি।এরপর আফিফার গলায় দাগ দেখতে পাই। তারপর আফিফাকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আফিফা মারা গেছে। আমার ধারণা আফিফাকে ভুতে মেরে ফেলেছে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম বলেন, আফিফা খানমের মরা দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *