কেন্দ্রীয় কার্যালয়ে হামলায় জড়িতদের শাস্তির দাবি ইবি বঙ্গবন্ধু পরিষদের

ইবি প্রতিনিধি:

গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দুষ্কৃতিকারীদের ককটেল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) শাখা বঙ্গবন্ধু পরিষদ।

শনিবার (১৮ নভেম্বর) ইবি শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন সাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের আহূত অযৌক্তিক ও গণবিরোধী হরতালের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে যারা হঠাৎ ককটেল ছুঁড়ে মেরেছে তারা স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি বলে আমরা মনে করি। এ ধরনের চোরাগুপ্তা হামলার মতো হীন কার্যক্রমের মাধ্যমে তারা জনগণের মনোযোগ আকর্ষণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, এরই অংশ হিসেবে তারা গত ১৬ নভেম্বর রাতে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উপর আকস্মিক ককটেল হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রধানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *