নিজস্ব প্রতিবেদক :
জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার অনলাইন পোর্টালে ২৫ সেপ্টেম্বর ২০২৪ ইং (বুধবার) তারিখে ‘বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে বিএনপি’র দলীয় নির্দেশ উপেক্ষা করা সহ বিগত আওয়ামীলীগ দলীয় সুবিধা নেওয়া বিভিন্ন ব্যক্তিকে সুযোগ-সুবিধা দেওয়া, বিভিন্ন চিংড়ি ঘেরে হামলা লুটপাট চালিয়ে দখল, সুন্দরবন ও বন্দর কেন্দ্রিক গড়ে ওঠা নানা ব্যবসা-বাণিজ্য নিজেদের নিয়ন্ত্রনে নেওয়া, রামপালের রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান এর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও চিংড়ি ঘের দখল করে মাছ লুটপাটের অভিযোগ, মানুষের কাছে চাঁদা দাবি হুমকি দেওয়ার মতন অভিযোগ তুলে একটি সংবাদ প্রকাশ করে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও নিন্দাজনক। বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনটি আমার নিজ গ্রামের বাড়ি। ভবিষ্যতে আমি এখানে সংসদ সদস্য নির্বাচন করতে আগ্রহী প্রকাশ করায় এবং এলাকার জন্য সামাজিক কর্মকাণ্ডমূলক কাজ করায় কতিপয় ঈর্ষান্বিত হয়ে দলীয় কিছু অসাধু প্রতিপক্ষ ব্যক্তিবর্গ মিথ্যা ও অগ্রহণযোগ্য অভিযোগের গুজব রটাচ্ছে। আমি ও আমার কোন লোকজন কখনো এ সকল কাজের সাথে লিপ্ত ছিল না আর হবেও না আশা করি। দলীয় সকল ধরনের নির্দেশনা মান্য করে কাজ করাটা আমিও আমাদের মূল আদর্শ। তাই দৈনিক সময়ের আলো’য় প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কৃষিবিদ শামীমুর রহমান শামীম
গবেষণা বিষয়ক সম্পাদক,
কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।