বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের যাত্রাপুরে কিশোরী ও শিশুদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, ডিগনিটিকীট, পুষ্টিকর খাদ্য, স্যানিটারী ল্যাট্টিন সামগ্রী ও টিউবয়েল বিতরণ অনুষ্ঠিত।
গুড নেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রামের আয়োজনে যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চাকেন্দা খানপাড়া উচ্চ বিদ্যালয় ও যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২শ ২৭জন কিশোরীদের মাঝে ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১ প্যাকেট ডিগনিটিকীট এবং অপুষ্টিজনিত ১শ ৭১জন শিশুর মাঝে ১ কেজি মুশুর ডাল, ১ লিটার সরিষার তেল ও ৪শ গ্রামের ১ প্যাকেট ফ্রেস গুড়াদুধ বিতরণ করা হয়। যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাফিয়া জাহান, ডাঃ নুসরাত জাহান, জেরিন আফরোজ স্বর্ণা, গুড নেইবারস্ বাংলাদেশ কুড়িগ্রাম এর প্রোজেক্ট ম্যানেজার জোসেফ টুটুল বিশ্বাস, কুড়িগ্রাম জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, যাত্রাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও সহকারী শিক্ষক শ্রী রতন কুমার সরকার প্রমূখ।
অপরদিকে, বিকেল ৪ ঘটিকায় স্যানিটারী ল্যাট্টিন সামগ্রী ও টিউবয়েল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- সিডিপি কুড়িগ্রাম হেল্থ অফিসার মনিরা আক্তার প্রমূখ।।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.