বিপুল রায় কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্য ২১ সেপ্টেম্বর ২০২৪ রাতে কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা ও পুলিশ সুপার কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন বৈদ্দ্যের বাজারে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে দেশের সম্প্রীতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ ও পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এছাড়াও প্রতিমা তৈরির মন্ডবগুলো সিসিটিভির আওতায় আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে,তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং পূর্বের থেকে অধিককতর কঠোর ভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন এবারের শারদীয় দূর্গাপুজায় কুড়িগ্রাম জেলা পুলিশ পুরো জেলায় মাল্টি- লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে এবং বেশিরভাগ পুজামন্ডব সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির সম্মানিত নেত্রীবৃন্দের সাথে সমন্বয় করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি এও বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব।
সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.