বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়নের রাজার হাট সতিবাড়ী এলাকার মো. শহিদুল ইসলামের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোয়াল ঘরে আগুন লেগে কৃষক শহিদুলের ৪ টি গরু ও ৩ টি ছাগল পুড়ে মারা গেছে।
স্থানীয়রা জানান আমাদের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ তার ঘরের টিনের চালে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা ৪টি গরু ৩ টি ছাগল। পুড়ে যাওয়া ঘরে ধান চাল গরু ছাগল সহ আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক শহীদুল ইসলাম।
কৃষক শহীদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আজকেও আমার স্ত্রী গোয়ালে থাকা গরু ছাগল কে মশা থেকে রক্ষার জন্য কয়েল সাহায্যে ধোয়ার কুন্ডলী দিয়ে ঘরে চলে আসে। হঠাৎ করে আগুনে পোড়া গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে ঘর থেকে বের হয়ে দেখা যায় গোয়াল ঘরে আগুন জ্বলছে পরে চিৎকার দিলে আশেপাশের স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
শহীদুল ইসলাম বলেন আমাদের বাড়িতে তেমন কেউ ছিল না। পরে এলাকাবাসী খবর পেয়ে বাজার থেকে ছুটে এসে বিভিন্ন ভাবে পানি ছড়িয়ে ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও গোয়ালে থাকা ৪টি গরু ৩টি ছাগল পুড়ে মারা যায়। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এই গরুগুলো আমার সম্বল ছিল। আমি সারাদিন জমিতে কৃষি কাজে করি যা আয় করি তা দিয়ে নিজেরা খেয়ে না খেয়ে গরুগুলোকে পালন করি। কিন্তু আমি আজ নিঃস্ব হয়ে গেলাম।
কুড়িগ্রাম জেলা ফায়ার সার্ভিসের স্টেশন খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।