আহসান হাবিব, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধনিরাম গ্রামের হিরা বেগম নামে এক হত দরিদ্র কৃষাণীর আমন ধান কেটে দিলো আনছার-ভিডিপি সদস্যরা। ধানকাটা শ্রমিকের মজুরি বেশী এবং শ্রমিক সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েন অসহায় হিরা বেগম।তার বিষয়টি শোনার পর স্বেচ্ছায় পাকা ধান কেটে দেন স্থানীয় আনছার-ভিডিপি সদস্যরা।হিরা বেগম স্থানীয় আনছার-ভিডিপির একজন সদস্যা।
সোমবার (২রা ডিসেম্বর) সকাল বেলা উপজেলা আনছার-ভিডিপির প্রশিক্ষক মমিনুল ইসলাম মমিনের নেতৃত্বে ১৭ জন আনছার ভিডিপি সদস্য নিয়ে ৪৮ শতাংশ জমির ধান কেটে দেন। শ্রমিক সংকটে থাকা হিরা বেগমের ধান কেটে দেওয়ায় মুখে হাসি ফুটেছে।
হিরা বেগম জানান,আমি অন্যের ৪৮ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি। বর্তমানে ধান পেকে গেছে, ধানকাটা শ্রমিকের মজুরি বেশী এবং শ্রমিক সংকট দেখা দেওয়ায় ইউনিয়ন কমান্ডার মোহাম্মদ আলীকে জানালে তারা আমার ধান বিনামুল্যে কেটে দিয়েছে।
উপজেলা আনছার-ভিডিপির প্রশিক্ষক মমিনুল ইসলাম মমিন জানান,অসহায় মানুষের পাশে দাড়াতে পাড়া অনেক গর্বের বিষয়। আনছার-ভিডিপি সর্বদাই দেশ ও দেশের প্রান্তিক জনগনের জন্য কাজ করে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.