মোঃ সুমন প্রাং
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
আমাদের দেশ একটি গ্রাম বাংলার দেশ এ দেশে প্রায় ৮০ % মানুষ গ্রামে বাস করে। এক সময় ছিলো যখন গ্রামের সকল বয়সের ছেলে মেয়েরা সিপ দিয়ে মাছ শিকার করতো। কিন্তু যুগের বিবর্তনে প্রায় হারিয়ে যাচ্ছে সিপ দিয়ে মাছ ধরার দৃশ্য। নব্বইদশক এ চায়না, কারেন্ট জাল আরো উন্নত রোকম জিনিস ছিলো না মাছ ধরার জন্য সে সময় মাছ ধরতো সিপ দিয়ে।
এখন উত্তরবঙ্গে মাঝে মাঝে দেখা মিলে সিপ দিয়ে মাছ ধরার দৃশ্য। গ্রামের মানুষের মাঝে আজ ও বেচে আছে কিছুটা হলেও মাছ ধরার দৃশ্য। হয়তো আর কিছু বছর পর দেখাই মিলবে না সিপ দিয়ে মাছ ধরার সুন্দর দৃশ্য। বতমানে নানা রোকম উন্নত রোকম জাল দিয়ে নদী, নালা,খাল, বিল সমুদ্র মাছ ধরে বাংলাদেশ ২০% মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে।
নব্বইদশক এ সিপ দিয়ে নাছ ধরেও বাজারে বিক্রি করতো জীবিকা নির্বাহ করে অনেক পরিবার। আজ গ্রাম বাংলা থেকে হারিয়ে যাবার পথে সেই দৃশ্য। বাংলার সকল গ্রাম্য সৃতির মাঝে একটি সৃতি হয়ে থাকবে গ্রাম বাংলার সিপ হাতে মাছ ধরার দৃশ্য।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.