কারাগার থেকে বেরিয়েই পরিক্ষার হলে জবি ছাত্রী খাদিজা

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী খাদিজাতুল কুবরা প্রায় দেড় বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সর্বোচ্চ আদালত জামিনের আদেশ দেওয়া পর সোমবার (২০ নভেম্বর) মুক্তি পান তিনি। এরপরই পরীক্ষা দিতে তিনি বিশ্ববিদ্যালয়ে গেছেন বলে জানা গেছে।

জানা গেছে, জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। কারাগার থেকে বের হয়েই পরীক্ষায় বসছেন তিনি। সকাল ১০টা থেকে ‘স্ট্যাটিসটিক্যাল এপ্রোচেস টু দ্য স্টাডি অব পলিটিক্যাল সাইন্স’ কোর্সের পরীক্ষা রয়েছে তার।
সকাল ৯টায় কারাগার থেকে বের হন তিনি। এরপর ক্যাম্পাসে পৌঁছাতে দেরি হলেও যতটুকু সম্ভব তিনি পরীক্ষা দেবেন। খাদিজার বোন সিরাজুম মুনিরা এ তথ্য জানিয়েছেন।

এর আগে সর্বোচ্চ আদালত জামিনের আদেশ দেওয়া পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী খাদিজাতুল কুবরা একদিন পর কারাগার থেকে মুক্তি পান। এ বিষয়ে ব্যাখ্যা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
খাদিজার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সোমবার (২০ নভেম্বর) বিষয়টি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে নজরে আনলে আদালত এ নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *