মো: আরমান সরদার ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বনাই গ্রামে সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার বীর উত্তম শাহজাহান ওমরের পিএস বাদশা তালুকদারের স্ত্রীর নামে গত মাসে প্রতিষ্ঠিত হয়েছিল ডালিয়া ইসলাম তাহফিজুল কুরআন মাদ্রাসা। প্রতিষ্ঠার এক মাসের মাথায় প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা হয়েছে ৫০ জনের বেশি এবং ছয় জন শিক্ষক রয়েছে মেয়েদের পড়ানোর জন্য রয়েছে আলাদা মহিলা শিক্ষক ।
৫ আগস্ট শনিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানের শিক্ষায় শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার ড্রেস এবং পরিচয় পত্র উপহার হিসেবে বিতরণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জহিরুল ইসলাম বাশা তালুকদার।
এ বিষয়ে জহিরুল ইসলাম বাশা তালুকদার বলেন, আমি ব্যবসার জন্য প্রতিষ্ঠান করি নাই প্রতিষ্ঠান করেছি এলাকার শিশুদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত শিক্ষার্থীদের টিফিন দেওয়া হয়, কোন ধরনের বেতন নেয়া হয়না, সম্পূর্ণ ফ্রিতে শিক্ষা দান করা হয়, আজকে শিক্ষার্থীদের পরিচয় পত্র এবং ড্রেস উপহার দিয়েছি, শিক্ষার্থীদের এই উপহার দেয়া অব্যাহত থাকবে, অতি শীঘ্রই দুই এলাকায় দুটো গাড়ি দেব যাতে শিক্ষার্থীদের আসা-যাওয়ায় সুবিধা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.