নিজস্ব প্রতিবেদন : কাঠালিয়া ঝালকাঠি
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পিবিজিএসআই এর বরাদ্দকৃত স্কুল প্রতি ২০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক দিচ্ছেন জন প্রতি ১৯৮০ টাকা।
এ বিষয়ে আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাবিনার বাবা জাকির শিকদার বলেন, ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে প্রধান শিক্ষক মনজুরুল হক আমাকে ফোন করে বলেন আপনার টাকা এসেছে স্কুলে আসেন, স্কুলে যাবার পরে আমার বিকাশ অ্যাকাউন্টে ৫ হাজার করে টাকা ট্রান্সফার করেন এবং তাৎক্ষণিক মোবাইল নিয়ে গিয়ে ৪ হাজা ৯ শত টাকা ক্যাশ আউট করে নেন। তার থেকে আমাদের কাছে জনপ্রতি ১৯ শত ৮০ টাকা করে দেন, বাকি টাকা কোথায় গেল এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
এ বিষয়ে আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুরুল হক বলেন, সরকারি বিধি মোতাবেক টাকা দেওয়া হয়েছে কোন ও অনিয়ম করা হয়নি।
এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীম বলেন, এ বছরে কাঁঠালিয়া উপজেলার ১১ টি স্কুলে ২০ জন করে শিক্ষার্থীদের জন্য পিবিজিএসআই কর্তৃক ৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, টাকা কমবেশি করার কোন সুযোগ নেই। কেও অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যাবস্থা নেওয়া হবে।