কাগজে নেতা বাদ দিয়ে জনগনের নেতা হয়ে যান -মুজিবনগরে বিএনপির গনজমায়েত ও আলোচনা সভায় —-আমিরুল ইসলাম

ফিরোজ রহমান স্টাফ রিপোর্টার:

মুজিবনগর উপজেলায় বর্তমানে কিছু কাগজে নেতা আছে।যারা বিএনপিকে ধংস করতে চায়। তারা চার দেওয়ালে মধ্যে বসে কমিটি করে তারা হল কাগজে নেতা। তারা আওয়ামীলীগের নেতাকর্মিদের খুশি করতে চায়। তারা তাদের সাথে সমঝোতা করে চলতে চায়। তারা মনে করে হয়তো ২০ বছর পরেও হলেও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে।
আমি আপনাদের বলতে চায় আপনাদের জীবন দশায় আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে পাবেন না। তাই কাগজে নেতা বাদ দিয়ে জনগনের কাছে মাপ চান। আর বলেন আমরা আজ থেকে কাগজে নেতা হতে চায় না।কাগজে নেতা বাদ দিয়ে জনগনের সাথে এক কাতারে থেকে  জনগনের নেতা হতে চাই।
আপনারা যদি শহীদদের জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন। আপনাদেরকেও ছাড় দেয়া হবে না। তাই আপনাদের বলতে চাই ভালো হয়ে যান জনগণের পাশে দাঁড়ান আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলকে ভোটে জিতিয়ে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে দেশ গড়ায় অংশগ্রহণ করেন। না হলে আপনাদের পরিনীতি খুবই খারাপ হবে।
শুক্রবার বিকালে মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নের  আনন্দবাস ৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, সরকার বিরোধী সকল অপশক্তি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যে অঙ্গীকার তার প্রেক্ষিতে বিএনপির গন জমায়েত ও আলোচনা সভায় এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।
গন জমায়েত ও আলোচনা সভায়
বিএনপির প্রবীন নেতা বদরউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক ইসলাম আলী।
বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম
দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন,,মহাজনপুর ইউনিয়ন বিএনপি নেতা সাজেদুর রহমান সাজেদ,দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা সাদী মাষ্টার, বিএনপি নেতা বায়োজিদ মাষ্টার
মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইস্রাফিল ইসলাম,মুজিবনগর উপজেলা জাসস এর সভাপতি জুলফিকার খান হেলাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুল ইসলাম সাবু,মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান (আফিরুল)।
এ সময় আনন্দবাস ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *