জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রাস্তায় বৃষ্টি হলেই জমে থাকছে কাঁদা-পানি। দীর্ঘদিন সংস্কারের অভাবে বিশ্ববিদ্যালয়টির চলাচলের রাস্তাগুলোর বেহাল দশা হয়েছে।ফলে যাতায়াতের সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে।
সরেজমিনে দেখা যায়,বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট থেকে শহীদ মিনারে যাওয়ার রাস্তা,টারজান পয়েন্ট সংলগ্ন রাস্তা, বটতলার সামনে রাস্তা,রেজিস্ট্রার ভবনের সামনের রাস্তা,সালাম বরকত হলের সামনের রাস্তায় কাঁদা পানি জমে আছে। এছাড়াও টিএসসি সংলগ্ন রাস্তায় হাঁটাচলারও অনুপযোগী হয়ে পড়েছে।ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে,যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসিব বলেন,বৃষ্টি হলেই রাস্তার মাঝে পানি জমে থাকে। পাশদিয়ে কোন গাড়ি গেলেই গায়ে কাঁদা পানি চলে আসে। এমনকি হাঁটতেও শরীরের কাঁদা লেগে যাচ্ছে। অথচ দীর্ঘ সময় ধরে রাস্তাগুলো এমন খারাপ অবস্থা হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
দর্শন বিভাগের শিক্ষার্থী ঝিলিক বলেন, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় আমরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছি। একটু বৃষ্টি হলেই রাস্তায় চলাচল করা যায় না এবং ক্লাস করতে গিয়ে জামা কাপড়ে কাঁদা লেগে যায়।
এ বিষয়ে জানতে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সারা দেননি তিনি। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম মোহাম্মদ শরীফ বলেন, রাস্তা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। উপাচার্য মহাদয় কে অবগত করেছি ,তিনি অনুমোদন দিলেই আমরা রাস্তা সংস্কার করতে পারবো।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.