ঝালকাঠি (প্রতিনিধি)
ঝালকাঠি: কাঁঠালিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার (রাত ১.২৫ মিনিটের সময়) থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৬০ নং লতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার বলতলা গ্রামের আবদুল আজিজের ছেলে হাফিজুর রহমান (২৫) ও তার ভাই সাগর হোসেন (২২)। নলছিটি উপজেলার মানিক লস্করের ছেলে খোকন লস্কর (৫০) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের আঃ রহমানের ছেলে রাকিব হোসেন (২৩)। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো.শহীদুল ইসলাম।
থানার এসআই কে,এম রিয়াজ রহমান জানান, শনিবার গভীর রাতে শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও লতাবুনিয়া ওয়ার্ডের ইউপি মেম্বার মোস্তফা কামাল মোবাইল ফোনে জানান লতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে ১০/১২ জন ডাকাত অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার জনকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রিমান্ড আবেদন করে আসামীদের কোর্টে চালান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.