কলেরা স্যালাইনের তীব্র সঙ্কট -বিক্রি হচ্ছে দ্বিগুন দামে

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :

রাজশাহীতে কলেরার স্যালাইন সংকট তীব্র আকার ধারণ করেছে।দ্বিগুন বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এ স্যালাইন। আবার টাকা দিয়েও কখনো কখনো মিলছে না। গত বেশকিছুদিন ধরে এমন সঙ্কট তৈরী হয়েছে।রাজশাহীর সব ফার্মেসি গুলোতে একই অবস্থা বিরাজ করছে।

ব্যবসায়ীদের অভিযোগ,কোম্পানি প্রায় ৫০ শতাংশ সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে কেউ কেউ চাঁপাইনবাবগঞ্জ থেকে স্যালাইন এনে রাজশাহীতে বিক্রি করছেন বাড়তি দামে। রাজশাহীর লক্ষীপুর এলাকার দাদু ফার্সেসি,ওল্ড রাজশাহী ফার্মেসি,শাহিন মেডিক্যাল হোমসহ অন্যান্য ফার্মেসির ব্যবসায়ীরা জানিয়েছেন তারা চাইলেও কম্পানীর লোকজন স্যালাইন সরবরাহ করছে না। ফলে রোগীদের চাহিদা মতো কলেরা স্যালাইন দেওয়া যাচ্ছে না। এদিকে সঙ্কটের সুযোগে ৯০ টাকা দামের স্যালাইন ২০০ -৩০০ টাকা দামে বিক্রি করছে অনেকেই।

ফরহাদ নামের এক রোগীর স্বজন জানান, তার রোগীর জন্য কলেরা স্যালাইন প্রয়োজন হলে তিনি রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার কয়েকটা ফার্মেসী ঘুরেও তা পাননি। পরে ৩০০ টাকা দিয়ে একটি স্যালাইন কিনেন তিনি। আরেক রোগী নাঈম বলেন, ‘আমি ৯০ টাকার স্যালাইন কিনেছি ২০০ টাকায়।

জানতে চাইলে লক্ষীপুরের ওল্ড রাজশাহী ফার্মেসীর মালিক মো: ডন বলেন, ‘স্যালাইনের সঙ্কট আছে। তবে আমরা বাড়তি দামে বিক্রি করছি না। অন্যরা কেউ করলে করতে পারে। আমাদের দোকানে বাড়তি দামে স্যালাইন বিক্রির কোনো সুযোগ নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *