মোঃ নয়ন আকন
কলাপাড়া,কুয়াকাটা প্রতিনিধি
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুরে আগুনে অন্তত ২৩টি মাছের আড়ত পুড়ে গেছে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে জাপান মৎস্য আড়ত থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে ২৩ আড়ত পুড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, সড়ক সরু হওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।
তবে ঘটনাস্থলে পাশে নদী থাকায় খুব কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে আমাদের কাজ চলছে।
কলাপড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম বলেন, আমরা উপজেলা প্রশাসন থেকে একটা কমিটি গঠন করবো। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করবে।
এর আগে গত ২ মার্চ রাতে একই বন্দরে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।