কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড বোরো ধান এবং বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে কচুয়া উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম আবু নওশাদ।
বীজ বিতরণ অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান প্রমুখ।
বক্তারা, সরকারের দেয়া বীজ ও সারের সঠিক ব্যবহার করে কৃষি পন্য উৎপাদনে ভুমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

২০২৪-২৫ অর্থবছরে কৃষকদের মাঝে রবি মৌসুমে বোরো ধান ( হাইব্রীড জাত) বীজ সহায়তা বাবদ প্রনোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৯৯০ জন কৃষকের মাঝে বোরো ধান বীজ এবং কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকের মাঝে বিনামূল্যে গম, সরিষা, পেঁয়াজ, খেসারী, সূর্যমুখী ফসলের বীজ ও সার বিতরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *