কিশোরগঞ্জ থেকেঃ এস এম মাসুম :
মঙ্গলবার, ১৪ নভেম্বর সকালে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন, উপজেলার বাসুরচর গ্রামের সৌদি প্রবাসি মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) তার দুই মেয়ে বন্যা (৭) ও মোহনা (১১)। এদের মধ্যে বন্যা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মোহনা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, প্রবাসী মঞ্জিল মিয়া ৫ বছর আগে স্ত্রী সন্তানদের রেখে সৌদি আরব যান। বাড়িতে দুই সন্তান নিয়ে তার স্ত্রী তাসলিমা একাই বসবাস করতেন।
মঙ্গলবার সকালে মোহনাকে স্কুলে নিয়ে যেতে তার বান্ধবী তাদের বাড়িতে এসে ঘরের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরোজায় সামান্য ধাক্কা দিতেই তা খুলে যায়। ঘরে ঢুকে শিশুটি দুই শিশু সন্তানসহ মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে লোকজন আশেপাশের লোকজন এসে ঘটনা দেখে পুলিশকে খবর দেয়।
কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জ থেকেও পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান।
এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর থানার ওসি বিডিচ্যানেল ফোরকে জানান, প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.