পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :
এইচএসসি পরীক্ষা পেছানো ও পূর্ণমার্কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে এবার রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকালে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
তবে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করার জন্য উপস্থিত হলে সেখানে পুলিশ বাধা দেয়।
এরআগে সকালে শিক্ষার্থীরা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।
এসময় তারা পরীক্ষা পিছিয়ে নেয়ার দাবি জানান। আর পরীক্ষা পেছানো সম্ভব না হলেও পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০-এ পরীক্ষা গ্রহণের দাবি তোলেন। বিক্ষোভের সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
পরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌছে দেয়ার কথা জানান। পাশাপাশি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি।
এরআগে গত তিনদিন থেকে তারা বিক্ষোভ করে আসছে। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তবে আইসিটি পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রঅ দিপু মনি। তারপর শিক্ষার্থীরা তাদের আন্দোণ চালিয়ে যাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.