মো:রাসেল চৌধুরী
মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষ ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এ আর এম সোলাইমানকে নিয়ে বিভিন্ন বিভাগে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছ, কারও অত্যাচার ভোগ করতে নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং নামক অপরাধের প্রচলন রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিং অপরাধকে শুন্যে নিয়ে এসেছি এবং এ অপরাধের শাস্তিও দিচ্ছি। আমার দ্বার তোমাদের জন্য উন্মুক্ত। তোমাদের বিভাগের সম্মানিত শিক্ষকগন তোমাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.