উল্কা-৩ বাসে উৎসবমুখর পরিবেশে পালন হলো জবি দিবস।

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) দিবস উপলক্ষে উল্কা-৩ বাসে উৎসবমুখর পরিবেশ ছিলো।গত ১৫ অক্টোবর ২০২৩ রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিশে জানানো হয় এবার জবির ১৮ বছর মেয়ারপূর্তী উপলক্ষে ১৯ অক্টোবর জবি দিবস পালন করা হবে।জবি দিবসকে কেন্দ্র করে জবির বিভিন্ন বাসে পূর্ব থেকেই দিনটিকে উৎসবমুখর করে তুলতে ছিলো নানা আয়োজন।

উওরা হাউজবিল্ডিং থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করে জবির উল্কা-৩ বাস।জবি দিবস উপলক্ষে উল্কা-৩ বাসেও ছিলো নানামুখি আয়োজন। সকাল ৬.৩০ মিনিটে উওরা আজমপুর থেকে উল্কা-৩ কে নতুন রূপে সাজিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় সকাল ৮.০০ মিনিটে।বাসে সকলের মধ্যেই এক ধরণের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো।এদিন ঢাকার রমনা পার্কের সামনে ছবি তুলে উল্কা-৩ বাসের শিক্ষার্থীরা।পরবর্তীতে ক্যাম্পাসে যেয়ে জবি দিবসের জন্য কেক কাঁটা ও সকালের নাস্তা করানো হয়।শিক্ষার্থীরা বেশ আনন্দের সাথে দিবসটি উৎদযাপন করে।পরবর্তীতে বিকাল ৪.৩০ মিনিটে উল্কা-৩ বাস জবি থেকে উওরার উদ্দেশ্য রওনা হওয়ার মাধ্যমে আজকের দিনের সমাপ্তি হয়।

জবি দিবস উপলক্ষে উল্কা-৩ বাসের সভাপতি শাকিল শাহরিয়াহ ও সাধারণ সম্পাদক মেহেদী এর সাথে কথা বললে তারা জানান-“জবি দিবস উপলক্ষে আমরা বাস সাঝানো, কেক কাঁটা,সকালের নাস্তা করানোর ব্যবস্থা করেছি।আমরা আশা করি এটি আমাদের উল্কা-৩ এর ভ্রাতৃত্ব আরও মজবুত করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *