দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
পরিচ্ছন্ন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও ঐক্যের লক্ষ্যে শক্তিশালী প্ল্যাটফর্ম উলামা সোসাইটি ব্রাহ্মণবাড়িয়ার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কুমাড়শীল মোড়ে অবস্থিত মদীনা মসজিদে মুফতি ফয়জুল্লাহ মুন্সীর সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি জুনায়েদ আইয়ুবী।
সভাপতির বক্তব্যে মুফতি জুনায়েদ আইয়ুবী বলেন, পরিচ্ছন্ন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও ঐক্যের লক্ষ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ার প্রত্যয়ে আমাদের এ পথচলা। এর পাশাপাশি সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করণ। সকল ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঈছারের প্রতি সর্বদা লক্ষ্য রাখাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার সরাইলী বলেন, উগ্র,গেরুয়া সন্ত্রাসী সংগঠন ইসকন ও হিজবুত তাওহীদ সহ ভ্রান্ত সা’দ গ্রুপের আকিদা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা আলেমদের যুগ উপযোগী দায়িত্ব ও কর্তব্য।
পরিশেষে সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি রহমত উল্লাহ হানাফী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ইমাম- মোয়াজ্জিন ও আলেমদের সঙ্গে মসজিদ কমিটি কর্তৃক বেয়াদবি মূলক আচরণ বরদাস্ত করা হবে না।
আলেমরা নবীর ওয়ারিশ। তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব। এর ব্যাত্যয় ঘটলে উলামা সোসাইটির সকল সদস্য অবহেলিত আলেমের পাশে শিষাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।
এছাড়াও উপস্থিত উলামায়ে কেরামগণ নিজেদের বক্তব্যের মাধ্যমে বর্তমান সমাজে আলেম উলামাদের নির্যাতনের চিত্র তুলে ধরে এর প্রতিরোধকল্পে সবাইকে ঐক্যবদ্ধ রেখে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এসময় সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন সিরাজী, হাঃ মাওলানা কাওসার মাহমুদ, মুফতি আশেকুর রহমান, হা: সারওয়ার টিপু, মুফতি কামরুল ইসলাম নোমানী, মুফতি তোফায়েল আহমদ নোমান, মাওলানা শাকের হোসাইন,মুফতি হাবিবুর রহমান, হাফেজ মাওলানা ফাহিম আহমাদ ও
মুফতি দেলোয়ার হোসাইন মাহদী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।