সুমিত সরকার উদয়
প্রতিনিধি,(ফুলপুর)ময়মনসিংহ: ফুলপুর পাক হানাদার মুক্ত দিবস আজ।১৯৭১ সালের ৯ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল ময়মনসিংহের ফুলপুর উপজেলা।
এর ন্যায় প্রতিবছর ৯ ডিসেম্বর ফুলপুরকে মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে ফুলপুর উপজেলা প্রসাশন।
আজ এই দিনটিকে শরণ করে এইবছরও উপজেলা প্রসাশন বর্ণাঢ্য র্যালীর ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করে ফুলপুর মুক্ত দিবস। এই সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব এম. সাজাদ্দুল হাসান এর সভাপত্বে র্যালী’টি উপজেলা চত্বর হতে শুরু হয়ে ফুলপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে আবার উপজেলা চত্বরে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়
সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক, হেলডস ওপেন স্কাউট গ্রুপ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।