ফিরোজ রহমান স্টাফ রিপোর্টার (২১-০৮-২০২৪) :
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সংবাদমাধ্যম গুলোতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মেহেরপুরের গণমাধ্যম কর্মীরা। আজ বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচিতে সুস্থ তদন্ত ও বিচারের দাবি রাখেন সংবাদকর্মীরা। এ সময় নিউজ 24 টিভি চ্যানেলের সাংবাদিক ডালিম সানোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা নিউজ 24 এর প্রতিনিধি জুলফিকার আলী কানন, ভোরের কাগজের প্রতিনিধি হাসান মোস্তাফিজুর রহমান খান, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক,দৈনিক ইনকিলাব এর মুজিব নগর উপজেলা সংবাদ দাতা ফিরোজ রহমান, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি আল আমিন হোসেন, মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক মাহবুব চান্দু, যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা। বক্তব্যে সাংবাদিকরা মিডিয়া হাউজে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গণমাধ্যমের উপর এমন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাব বিস্তারের চেষ্টাকে ন্যাক্কারজনক উল্লেখ করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কেউ না ঘটাতে পারে সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় বিক্ষোভে। সর্বশেষ কর্মসূচির সভাপতিত্বের বক্তব্য রাখেন কালের কন্ঠ মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন। জেলার সকল সংবাদকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন তিনি। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.