ইবির বুননের নেতৃত্বে নাহিদ, দ্বীপ

নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সৃজনশীল ও শিল্প সংশ্লিষ্ট সংগঠন বুননের ২০২৩-২৪ অর্থবছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বীপ কুন্ডু মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে সংগঠনটির মাসিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আরো রয়েছেন সহ-সভাপতি ইশরাত জাহান এশা (ইংরেজি ২০১৮-২০১৯), জেবুন্নাহার জেবু (আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ ২০১৮-২০১৯) ও জাহিদ হাসান (অর্থনীতি ২০১৮-১৯), যুগ্ম-সাধারণ সম্পাদক রিসাতুল জান্নাত ইভা (আরবী ভাষা ও সাহিত্য ২০১৯-২০২০), সাংগঠনিক সম্পাদক সাজিয়া তাসনিম আপন (টি.এইচ.এম ২০১৯-২০২০), অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান (টি.এইচ.এম ২০২০-২০২১), দপ্তর সম্পাদক শাহরিয়ার প্রিন্স (বাংলা ২০২০-২০২১), আলপনা ও দিবস বিষয়ক সম্পাদক মোছাঃ নুসরাত জাহান (মার্কেটিং ২০১৯-২০২০), প্রচার সম্পাদক ফারিয়া আক্তার জ্যামী (মার্কেটিং ২০১৯-২০২০), ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুসফিকা প্রজ্ঞা (টি.এইচ.এম ২০১৯-২০২০), তথ্য প্রযুক্তি সম্পাদক ফাহিম শাহরিয়ার (আল-ফিকহ্ এণ্ড লিগ্যাল স্টাডিজ ২০১৯-২০২০), ক্যারিয়ার বিষয়ক সম্পাদক নওরীন নিথি (আরবী ভাষা ও সাহিত্য ২০১৯-২০২০), ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদা জাহান (লোকপ্রশাসন ২০২০-২০২১)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন – আব্দুল্লাহ আল কাফি (ল এণ্ড ল্যান্ড ম্যানেজমন্টে ২০২০-২০২১), সুমাইয়া হোসেন জেবা (ব্যবস্থাপনা ২০২০-২০২১), ফাতেমাতুজ জোহরা (ব্যবস্থাপনা ২০২০-২০২১), আইরিন সুলতানা আশা (গণযোগাযোগ ও সাংবাদিকতা ২০২০-২০২১), মাইশা মালিহা চৌধুরী (গণযোগাযোগ ও সাংবাদিকতা ২০২০-২০২১), হাসিবুর রহমান (টি.এইচ.এম ২০২০-২০২১),জাকিয়া নাজরিন শোভা (টি.এইচ.এম ২০২০-২০২১)।

এদিকে মাসিক সভায় বুননের কোষাধ্যক্ষ ফয়সাল মাহমুদ নয়নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবু হুরায়রা, সদ্য বিদায়ী সভাপতি মাহদী হাসান, সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাফিসহ সংগঠনটির সাবেক কার্যনির্বাহী সদস্য সানজিদা সোহানা, সোহেলী পারভেজ ও জান্নাতুল মিম।

সভায় প্রেসক্লাবের সভাপতি আবু হুরায়রা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ও ব্যক্তি জীবনে দক্ষতা অর্জনের জন্য সংগঠনের বিকল্প কিছু নেই। সংগঠনের মাধ্যমে যেমন দক্ষতা অর্জন করা সম্ভব তেমনি নিজেকে সুযোগ্য হিসেবে প্রমাণ করা সম্ভব। তিনি সকল সাধারণ সদস্যের উদ্দেশ্যে সংগঠনের প্রয়োজনীয়তা ও এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

সদ্য বিদায়ী সভাপতি মাহদী হাসান বলেন, সংগঠন পরিচালনা করেন তার সভাপতি কিন্তু সভাপতি পরিচালিত হন সংগঠনের সদস্যগণ দ্বারা। এজন্য সাধারণ সদস্যের গুরুত্ব প্রতিটি সংগঠনের জন্যই অপরিসীম। এছাড়াও তিনি সাংগঠনিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *