ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
শনিবার ( ৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এই অনুষদের ডিন একই বিভাগের অধ্যাপক ড. এইচ. এন. এম. এরশাদ উল্লাহের মেয়াদ শেষ হয়েছে। এজন্য এ পদে অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন উপাচার্য। তিনি আজ শনিবার থেকে দায়িত্বপালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তাই ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। আমি আমার অনুষদকে চিরতরে সেশনজট মুক্ত করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে ধর্মতত্ত্ব অনুষদ দিয়ে কিন্তু এ অনুষদের নামে কোন একাডেমিক ভবন নেই। তাই আমি এ অনুষদের নামে একটি একাডেমিক ভবন খোলার প্রত্যাশা করি। সর্বোপরি এ অনুষদকে এগিয়ে নিতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।