ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বেলা ১২ টায় অনুষদ ভবনে ধর্মতত্ত্ব অনুষদের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির অধ্যাপক ড. জাকির হুসাইন ও অধ্যাপক ড. আকতার হোসেন।
উক্ত সেমিনারে গবেষক হিসেবে ছিলেন বিভাগটির ১৬-১৭ শিক্ষাবর্ষের রফিকুল ইসলাম। তিনি 'সালাত সংক্রান্ত বিপরীতধর্মী হাদিসের সমাধানে ফকীহগণের ভূমিকা: একটি পর্যালোচনা' বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.