ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কনজুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো মেহের আলী।সংগঠনটির সদস্য নুরুল্লাহ লোকমানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জামান, সংগঠনটির সাবেক সভাপতি শাহেদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মিরাজ।
এছাড়াও সংগঠনটির সহ-সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ শুভ, রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানসহ প্রায় অর্ধ-শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মেহের আলী বলেন, 'বিশ্ববিদ্যালয়ে অনেকে ভর্তি হতে পারে না। আবার অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও বিশ্ববিদ্যালয়ের সময়টুকু কাজে লাগাতে পারে না। শুধু একটা সনদ নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়া নয় বরং প্রতিযোগীতার এই যুগে নিজেকে বিভিন্ন সেক্টরে দক্ষ করে তুলতে হবে। এজন্য সিওয়াইবি এর মতো বিভিন্ন অরাজনৈতিক সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনে যুক্ত থাকতে হবে। এতে বিদেশে স্কলারশিপ পেতেও অনেক কাজে দিবে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্লাটফর্মকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক রশিদুজ্জামান বলেন, ভোক্তা আইন ও অধিকার সম্পর্কে জানতে ও অন্যকে সচেতন করতে বিশেষ ভাবে জোর দিতে হবে।
এর আগে সংগঠনের নতুন সদস্যদের কলম দিয়ে বরণ করে নেয়া হয়। এসমসয় নতুন সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং প্রবীণ সদস্যদের সম্মামনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রসঙ্গত, কনজুমার ইয়ূথ বাংলাদেশ (সিওয়াইবি) বিশ্ববিদ্যালয় শাখা ২০১৩ সাল থেকে 'সচেতন হোন সুন্দর জীবনের জন্যে' এই স্লোগানকে সামনে রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে সর্বস্তরের মানুষকে ভোক্তা আইন ও অধিকার সম্পর্কে সচেতন করে আসছে সংগঠনটি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.