ইবি প্রতিনিধি:
যশোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে চড়ুইভাতি ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি।
রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ও গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহাবুব আলম এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি রুমি নোমান। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক মৃদুল হাসানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল হোসেন ও ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘ক্যারিয়ারে ভালো জায়গায় নিজেকে দাঁড় করানোর জন্য পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিসে যুক্ত থাকতে হবে। কারণ আধুনিক এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে, ভালো অবস্থানে নিয়ে যেতে হলে এটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এসময় তিনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.