নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জিয়া হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে হলের রিডিং রুমে এটি অনুষ্ঠিত হয়।
“স্বাধীনতার ৫২ বছরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে” এই শিরোনামে অনুষ্ঠানে জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি তামিম আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন। লালন শাহ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আনিচুর রহমান সাইমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
এছাড়াও বিচারক হিসেবে ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি ও ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি আবু হুরায়রা। স্পীকার হিসেবে ছিলেন লালন শাহ ডিবেটিং সোসাইটির সভাপতি আনিচুর রহমান সাইমান।
প্রতিযোগিতায় সরকারী দলকে (বিজয়-৭১) হারিয়ে বিজয় অর্জন করেন বিরোধী দল (মুক্তিবাহিনী)। এতে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় উপনেতা তারিকুল ইসলাম। সরকারী দলের বিতার্কিকদের মধ্যে ছিলেন নাজমুল করিম অর্ণব (প্রধানমন্ত্রী),শ্রী তন্ময় ঘোষ ( মন্ত্রী), শোয়াইব বিন আসাদ (সাংসদ)। বিরোধী দলের অন্যান্যরা হলেন তারিকুল ইসলাম তারিক( বিরোধীদলীয় নেতা), আসাদুল ইসলাম (সাংসদ)।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, আমাদের হলের নানাবিধ উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো। ভবিষ্যতে কিভাবে এসব অনুষ্ঠানগুলো আরো সুন্দরভাবে আয়োজন করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাবো। শিক্ষার্থীদের শাণিত, দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব আয়োজন সহায়ক হবে বলে মনে করি। সর্বোপরি ডিবেটিং সোসাইটির সকল দাবি পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।