আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার দূরাবস্থা -- দায়ী কে-?
নোয়াখালী জেলা প্রতিনিধি -
মো:ইসমাইল মেহেদী
মাদ্রাসা শিক্ষার গতিধারা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য--
★ গত পাঁচ বছরের মাদরাসা শিক্ষার্থীদের পরিসংখ্যান --
# রেজাল্ট খারাপ
# শিক্ষার্থী আশংকাজনকভাবে কমে যাচ্ছে।
# যোগ্য আলেম তৈরী হচ্ছে না-।
# মেধাবীদের অধিকাংশই জেনারেলমুখী।--
★ গুরুত্বপূর্ণ কিছু পর্যালোচনা-
# ২০১৯ সালে দাখিল পরিক্ষার্থী ছিলো ৩০৬৭৮০ জন। ২০২১ সালে ঐ ব্যাচ থেকে আলিম দিয়েছে ১১৩১৪৪ জন। এই ব্যাচ থেকে ঝরে পড়েছে বা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়েছে ১৯৩৬৩৬ জন।
# ২০২০ সালের দাখিল ব্যাচ থেকে ঝরে পড়েছে বা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়েছে ১৮৬৪৯১ জন।
# ২০২১ সালের দাখিল ব্যাচ থেকে ঝরে পড়েছে বা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়েছে ১৯৪৫৩৮ জন।--
★ গত পাঁচ বছরের দাখিল পরিক্ষার পরিসংখ্যান --
# ২০২৩ সালে মোট পরীক্ষার্থী ২১২৯৬৪ জন। পাসের হার ৭৪.৭০ জিপিএ-5 ৬২১৩ জন।
# ২০২২ সালে মোট পরীক্ষার্থী ২৬০১৩২ জন। পাসের হার ৮২.২২ জিপিএ-5 ১৫৪৫৭ জন।
# ২০২১ সালে মোট পরীক্ষার্থী ২৯২৫৬৯ জন। পাসের হার ৯৩.৩৩ জিপিএ-5 ১৪৩১৩ জন।
# ২০২০ সালে মোট পরীক্ষার্থী ২৮১৩৫৪ জন। পাসের হার ৮২.৫১ জিপিএ-5 ৭৫১৬ জন।
# ২০১৯ সালে মোট পরীক্ষার্থী ৩০৬৭৮০ জন, পাসের হার ৮৩.০৫ জিপিএ-5 ৬২৮৭ জন।--
★ গুরুত্বপূর্ণ কিছু পর্যালোচনা-
# ২০২৩ সালের দাখিল পরিক্ষায় ৪১ টি মাদ্রাসা থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি।
# এসএসসির চেয়ে দাখিলের শিক্ষার্থীদের বেশি বিষয়ে পরীক্ষা দিতে হয়।
# ২০১৯ সাল থেকে ২০২৩ সাল এই ৫ বছরে শিক্ষার্থী কমেছে প্রায় ৯০ হাজার।।
তথ্য সূত্র:- বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ। --
তাই সময়ের দাবী, যদি এখনই মাদরাসা শিক্ষা ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ নেয়া না হয়,তাহলে মাদরাসা শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন হবে।
যাহা সকলের জন্যই অমঙ্গল।
সুতরাং মাদরাসা শিক্ষাক্রমের সাথে জড়িত সকলের এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেয়া জরুরি।।--
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.