আর ফেরা হলো না বাড়ি: সমর্থকের

শরীয়তপুর সদর উপজেলার প্রতিনিধি :তরিকুল ইসলাম সৈকত

শরীয়তপুর সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে মন্টু খান (৪৫) নামের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় সদর উপজেলার রাজগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মন্টু খান তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকার কুটি খানের ছেলে। তার আড়িগাঁও বাজারে একটি চায়ের দোকান রয়েছে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে সূত্রে জানা যায়, মন্টু খান সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আখন্দ ওরফে উজ্জ্বলের সমর্থক ছিলেন। শুক্রবার বিকেলে ওই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি নির্বাচনী মিছিল বের করেন তুলাসার ইউনিয়নের সমর্থকরা। মিছিলে অনেকের সঙ্গে অংশ নিয়েছিলেন মন্টু খান। মিছিলটি জেলা শহরের দিকে আসার পথে রাজগঞ্জ ব্রিজ এলাকায় অতিরিক্ত গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্টু খান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া বলেন, ‘আমরা তুলাসার ইউনিয়নের ঘোড়া মার্কার সমর্থকরা মিছিল নিয়ে বের হয়েছিলাম। মিছিলে অনেক গরমে মন্টু ভাই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি দোকানে নিয়ে পানি খাওয়াই। এর একটু পরেই মাটিতে পড়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন তিনি মারা গেছেন।’

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শেহরিয়ার ইয়াসিন বলেন, তাকে একটি ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল। পরে দেখি তার হার্টবিট নেই। নিঃশ্বাস বন্ধ। ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেউ স্বাভাবিকভাবে মারা গেলে আমাদের খোঁজ নেওয়ার কোনো বিষয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *