মোহাম্মদ শাহাবুদ্দীন ইসলাম জীবন
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
অদ্য ১৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভোলা জেলায় ১০৫ টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র, ২০২.০৫ মিটার বিশিষ্ট ১ টি পিসি আরসিসি গার্ডার ব্রিজ, ২২ টি প্রাথমিক বিদ্যালয়, তজুমুদ্দিন সাব-রেজিস্ট্রি অফিস ভবন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্লান ক্রয় ও স্থাপন, ২ টি অনুসন্ধান ও ১ টি মুল্যায়ন কাম উন্নয়ন গ্যাসকুপ খনন, ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুমুখী ভবন, ৫ টি মুজিব কিল্লা এবং ১ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানের শুভ উদ্বোধন করে ভোলা জেলার উন্নয়নে আরেকটি যুগান্তকারী মাত্রা যুক্ত করেন।
ভোলা প্রান্তে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফুজ্জামান। জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, উপকারভোগী, সাংবাদিক ও সুধীবৃন্দ।