১৭-০৫-২০২৪
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
আম নিয়ে সিন্ডিকেটের ব্যাপারে সজাগ থাকতে হবে
কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, রাজশাহীতে আমের ফলন কম হয়েছে, সেকারণে দাম বাড়বে। ফলে সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমের চাহিদা ও সরবরাহের মধ্যে যেন খুব বেশি পার্থক্য না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
শুক্রবার (১৭ মে) দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর করমপুর গ্রামে আম বাগান পরিদর্শন ও চাষি সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আম নিয়ে সিন্ডিকেটের ব্যাপারে সজাগ থাকতে হবে
এসময় কৃষিমন্ত্রী বলেন,রাশিয়া,বেলারুল,চীন,জাপান ও ভারত আম নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বেশি পরিমাণ আম রপ্তানির চেষ্টা করছি।
তিনি জানান,আম রপ্তানির জন্য ২৫০-৩০০ কৃষককে সহায়তা করা হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড এবং ট্রিটমেন্ট প্লান্ট করা হচ্ছে।
এর আগে মন্ত্রী সোনাদীঘি গ্রামের কৃষক রাতুলে ফার্মে মাটিবিহীন চারা উৎপাদন,ই-ফারমিং,ভার্মি কম্পোস্ট, বাসতবাড়ি বাগান ও কৃষি ক্ষেত পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.