ঝালকাঠি প্রতিনিধি মোঃ আরমান সরদার:
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার, আমুয়া ৩নং ইউনিয়ন পরিষদের সামনে মা ইলিশ সংরক্ষণ অভিযান এর উপলক্ষে এক সচেতনতা সবার আয়োজন করা হয়।
১১-১০-২০২৩ তারিখ রোজ বুধবার সকাল ১১টা নাগাদ আমুয়া ৩নং ইউনিয়ন পরিষদের সামনে এই মা ইলিশ সংরক্ষণ অভিযান এর উপলক্ষে সচেতনতা অনুষ্ঠান সুরু করা হয়,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, জনাব মোঃ নেছার উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া, ঝালকাঠি, অনুষ্ঠানের সভাপতিত্বো করেন আমুয়া ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, আরো উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, কাঠালিয়া, ঝালকাঠি।
আরো উপস্থিত ছিলেন, আমুয়া ৩নং ইউনিয়ান মৎস্যজীবী কমিটির সভাপতি, মোঃ ইদ্দিছ ফরাজী,অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা, মোঃ রুহুল আমিন বলেন এই (১২ অক্টোবর হতে ০২ নভেম্বর) সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন পরিবহন, মজুদ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয় ও আমাকে বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরি মানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। আয়োজনে, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ, কাঠালিয়া, ঝালকাঠি
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.