আমতলী প্রতিনিধি :
নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ।
সৃষ্টির শুরু থেকেই পৃথিবীকে করেছেন সুন্দর, তাদের ত্যাগ, সহনশীলতা, এবং কর্মদক্ষতায় পূর্ণ মানব সভ্যতার ইতিহাস।
তারা পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একজন নারী কখনো জননী, কখনো ভগিনী আবার কখনো বা প্রেয়সী।
নারী হলো বংশধারার চালিকা শক্তি।
নারীর গর্ভেই -নারী
পুরুষ সকলেরই জন্ম।
কখনো মমতাময়ী, কখনো প্রতিবাদিনী, কখনো প্রেরনাদায়িনী , বীরাঙ্গনা আবার কখনো বা প্রেমদায়িনী।
নারীরা গৃহিণী, শিক্ষিকা, ডাক্তার, বিজ্ঞানী, রাজনীতিবিদ, শিল্পী, এবং আরও অনেক কিছু। তারা তাদের প্রতিভা, জ্ঞান, এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করে।
আজকের দিনটি তাদের প্রতি সম্মান জানানোর, তাদের অবদান স্মরণ করার, এবং সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিন।
আমতলী উপজেলা প্রশাসন ও আমতলী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি: আব্দুল আল আবু জাহের,প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান: তামান্না আফরোজ মনি, বিশেষ অতিথি :বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন শানু, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শামসুন্নাহার।
জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি মুহূর্তে নারীরা তাদের অবদান রাখে, সমাজকে গড়ে তোলে, ভবিষ্যৎকে আলোকিত করে।