সাংবাদিক আশিক হোসেন:
চেয়ে দেখি জগৎ মাঝি’
খেলছে নিজ আপন খেলা’
যার ভাবনা সেই ভাবছে’
বেশ কেটে যাচ্ছে বেলা।
মন মাঝি তুই রইলি বসে’
কিসের আশায় ছুটলি পিছে”
জগৎ জুরে দেখনা চেয়ে’
এতো শুধুই রঙের মেলা।
তাইতো বলি আঁধার ঘুলি’
ঘুমের ঘোরে রইলি ভুলি’
নয়ন খুলে দেখনা চেয়ে’
আপন কর্মের নিত্য ঝুলি।
তাই ভাবিয়া কহিল হিয়া’
কর্মের হিসাব লইবে বুঝিয়া’
মানুষ হয়ে জন্ম লইয়া’
কি করিলি জীবন ভর।
(সংরক্ষিত)