সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের কৃতি সন্তান শায়খ নেছার আহমদ আন নাছিরীর ছোট ছেলে হাফেজ জিবরীল গত ৮ই নভেম্বর কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গিয়েছে । এখনও সেখানেই অবস্থান করছে। হাফেজ জিবরীল ৭ বছর বয়সে মাত্র ৯ মাসে হাফেজ হয়েছে।
সে বিশ্বের ৬৭ টি দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হয়ে গিয়েছে।
কুয়েতের ধর্ম মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করেছে। কুয়েতের ক্রাউন প্লাজায় চলছে এ প্রতিযোগিতার অনুষ্ঠান ।
গত ৯ই নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত। তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে হাফেজ জিবরীল ।
এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ত্ব সফিক আজিজী বলেন, হাফেজ জিবরীলের বাবা'র হাত ধরে যেভাবে অনেক হাফেজে কুরআন আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করেছেন তেমনিভাবে তার সন্তান হাফেজ জিবরীলও বড় হয়ে বাবা'র এই সুনাম ধরে রাখবে এবং প্রথম স্থান অধিকার করে বিশ্বের দরবারে বাংলাদেশের নাম সমুজ্জল করবে বলে আমরা আশাবাদী।
ইতিমধ্যে নেছার আহমদ আন নাছিরী ছেলে জিবরীলের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসী সহ দেশের ১৮ কোটি মানুষের কাছে সফলতা ও আগামীতে যেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে সমুন্নত করতে পারে সেজন্য দোয়া চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.